নরসিংদীতে শুক্রবার বাংলাদেশ ছাত্রদলের (জেসিডি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
নরসিংদী ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদলের সদস্যরা জানান, এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নরসিংদীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার বিদায়ের পর খোকনের বাসায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল। জাহিদ হোসেনের সমর্থকরা সামনের সারির চেয়ারে বসার চেষ্টা করলে নাহিদের সমর্থকদের আপত্তি জানালে সংঘর্ষ শুরু হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদুল কবির বাশার নিশ্চিত করেছেন যে ১৪ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হামলাকারীরা হাসপাতাল কমপ্লেক্সে আতঙ্ক সৃষ্টি করে এবং জরুরি বিভাগের একটি কক্ষ ভাংচুরের চেষ্টা করে।
জাহিদ হোসেন বলেন, “নাহিদ ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আমাদের চারজনকে কুপিয়ে জখম করেছে। সম্প্রতি জেলা আইনজীবী সমিতিতেও হামলা চালিয়েছে। বিচার না হলে নাহিদ নরসিংদীকে অপরাধমূলক কর্মকাণ্ডের আড্ডায় পরিণত করবে।”
তবে, সিদ্দিকুর রহমান নাহিদ হাসপাতালে সহিংসতার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তার সমর্থকরা আগে সংঘর্ষে আহত হয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়ার পরে তার অবস্থা পরীক্ষা করতে সেখানে গিয়েছিলেন। নাহিদ বলেন, “হাসপাতালে কোনো হামলা হলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত।”
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।